প্রিমিয়ার লিগে তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি

Tamim Iqbal

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার ঢাকা প্রিমিয়ার লিগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিতে চওড়া হয়েছে তার ব্যাট। আগ্রাসী ব্যাটিংয়ে তুলেছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। প্রিমিয়ার লিগে এদিন রান পেয়েছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকাররা।

তামিম ঝড়ে উড়ে গেল ব্রাদার্স

বিকেএসপির তিন নম্বর ব্যাটে বোলিংয়েই আসল কাজ সেরে নেয় মোহামেডান। আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের তোপে ব্রাদার্সকে ১৮৭ রানে আটকে দেয় তারা। তাইজুল ৩১ রানে ৪ ও রনি ২৪ রানে পান ৩ উইকেট।

জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শিরোপা প্রত্যাশী মোহামেডান। এদিন তামিমের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনি ব্যর্থ হন। আল-আমিন হোসেনের বলে ৬ বলে ফেরেন ২ রান করে। এরপর আর কোন বিপর্যয় নয়। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে প্রায় ১৮ ওভার আগে ম্যাচ শেষ করে দেন তামিম। ৯৬ বলে ৯ চার, ৪ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন তিনি।

প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ

বিকেএসপির চার নম্বর মাঠেও ম্যাচ হয়েছে একপেশে। আগের ম্যাচে রেকর্ড ৪২২ রানের পুঁজি গড়া প্রাইম ব্যাংক লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আটকে যায় ১৫২ রানে। আগের ম্যাচে ১৭৬ রানের ইনিংস খেলে নাঈম শেখ এবার করেন ৮১ রান।

মামুলি লক্ষ্য ২ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলেন রূপগঞ্জ। ১৫২ ছাড়াতে তারা খেলে স্রেফ ২৩.২ ওভার। ওপেনার তানজিদ হাসান তামিম ৪৯ বলে করেন ৬৮ রান। সৌম্য সরকার ৪০ বলে ৫ চার, ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে।

Mahfuzur Rabby
মাহফুজুর রাব্বি ৫ উইকেট নিয়ে আবাহনীর নায়ক।

আবাহনীর টানা তৃতীয় জয়

প্রথম ম্যাচে হারের পর টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও লড়াই একদম জমেনি। মাহফুজুর রাব্বির স্পিনে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১৪.৩ ওভার ব্যাট করে ওই রান টপকে ৮ উইকেটের জয় পায় আবাহনী। ওপেনার পারভেজ হোসেন ইমন অপরাজিত থাকেন ৫০ বলে ৫৫ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বলে করেন ৩৭ রান। আবাহনীর নায়ক মাহফুজুর। বাঁহাতি স্পিনে ৯ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নেন তিনি।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago