দীর্ঘ বিরতির পর একক নিয়ে ফিরছেন বিটিএসের জে-হোপ

কে-পপ, বিটিএস, জে-হোপ, দক্ষিণ কোরিয়া, ওয়েভার্স, বিটিএস আর্মি,
বিটিএস সদস্য জে-হোপ । সংগৃহীত ছবি

জিমি ফ্যালনের দ্য টুনাইট শো স্ট্যারিং দিয়ে গত ১০ মার্চ কে-পপ ব্যান্ড বিটিএসের জে-হোপের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হয়। দীর্ঘ বিরতির পর প্রথমবার কোনো টকশোতে এটা ছিল তার একক উপস্থিতি। প্রচারমূলক সময়সূচীর অংশ হিসেবে জে-পোপ সেখানে হাজির হন।

পর্বটি প্রচারিত হওয়ার পরের দিন এই কে-পপ তারকা ওয়েভার্সে বিটিএস আর্মিদের সঙ্গে লাইভে সংযুক্ত হন। সেখানে তিনি ভক্তদের জন্য কিছু ভালো খবর জানান। যদিও প্রথমে তিনি তার লাইভের উদ্দেশ্য গোপনের চেষ্টা করেছিলেন। তবে পরে সব খবর শেয়ার করেন, যা নিয়ে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান।

'আমার কাছে বড় খবর আছে' এবং 'ওয়েভার্সে আপনাদের সঙ্গে দেখা হবে' লিখে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেন জে-পপ। তিনি মূলত এভাবে একটি সম্ভাব্য অ্যালবাম প্রকাশের ঘোষণার জল্পনা ছড়িয়ে দেন। তারপরে তিনি একটি লাইভ সেশনের আয়োজন করেন। সেখানে তাৎক্ষণিক লাইভের কারণটি তিনি বিটিএস আর্মিকে জানাননি। নিয়মিত আড্ডা চলাকালীন জে-হোপ ভক্তদের চমকে দিয়ে নতুন সংগীত প্রকাশের ঘোষণা দেন। তার সর্বশেষ এককের সাফল্যের পরে আরও দুটি একক প্রকাশের পরিকল্পনার কথা বলেন।

তবে লাইভ চলাকালীন তার এই ঘোষণা ভক্তদের চমকে দিতে পারেননি। কারণ আর্মিরা বিটিএস সদস্যদের কাছ থেকে এ ধরনের ঘোষণা প্রত্যাশা করে আসছেন। তারা আগেও এভাবে অন্য সদস্যদের ঘোষণা দিতে দেখেছেন। যেমন সুগা এভাবে তার প্রথম একক বিশ্ব ভ্রমণের তারিখ ঘোষণা করেছিলেন।

জে-হোপ বলেন, তিনি অ্যালবামের পরিবর্তে একক প্রকাশ করাকে গুরুত্ব দিচ্ছেন। কারণ তিনি এখনো শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলছেন। একটি অ্যালবামে সমন্বিত থিমের ওপর গুরুত্ব দিতে হয়। এ কারণেই তিনি আপাতত একককে অগ্রাধিকার দিচ্ছেন।

এটি জে-হোপের অভিজ্ঞতা আরও বাড়াতে সহায়তা করবে বলে মনে করছে বিটিএস আর্মি, যা শেষ পর্যন্ত তার ভবিষ্যতের অ্যালবামকে সমৃদ্ধ করবে। এর মাধ্যমে সংগীতের প্রতি জে-হোপের ভালোবাসা ও শিল্পী হিসেবে তার দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করবে।

ভক্তরা জে-হোপের প্রশংসা করে বলেন, 'আমরা এমন একজন শিল্পীকে পছন্দ করি, যিনি তার নৈপুণ্য দিয়ে আমাদের গান উপহার দেন। তিনি জানেন কীভাবে একটি ভালো পরিকল্পনা করতে হয়। তবে বিটিএস সদস্যরা গান প্রকাশের তারিখ বা জেনার নিয়ে কোনো বিবরণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার সর্বশেষ একক রোমান্টিক ট্র্যাক সুইট ড্রিমস গত ৭ মার্চ মুক্তি পেয়েছে। এটি তার বিশেষ অ্যালবাম 'হোপ অন দ্য স্ট্রিট ভলিউম ওয়ান' প্রকাশের পরে এটি প্রথম একক।

Comments

The Daily Star  | English

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

32m ago