‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেলেন বিটিএসের জাংকুক

জাংকুক
জিওন জাংকুক। ছবি: সংগৃহীত

২০২৩ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সম্মাননা পেলেন বিটিএসের জিওন জাংকুক। 

প্রথম একক গান 'সেভেন' এর জন্য 'গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড' পেলেন বিটিএসের সর্বকনিষ্ঠ এই সদস্য। 

গানটিতে কোরিয়ান অভিনেত্রী হান সোহিকে মডেল হিসেবে দেখা যায়। 

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছে জাংকুকের প্রথম একক গান 'সেভেন'। এ বছরের ১৪ জুলাই মুক্তির পর থেকে সারা বিশ্বের বিভিন্ন মিউজিক চার্টে একটানা কয়েক মাস শীর্ষ অবস্থানে ছিল গানটি। 

এখনো বিলবোর্ডের সেরা ১০০ গানের তালিকায় আছে 'বিলবোর্ড সিংগার' খ্যাত জাংকুকের একক এই গানটি। 

অ্যাওয়ার্ড নেয়ার সময় জাংকুক বলেন, 'এটা একটা বিরাট সম্মান। আমি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর্মিদের ধন্যবাদ, আরও ধন্যবাদ গানটি যারা পছন্দ করেছেন তাদের সবাইকে। আপনাদের ছাড়া এটা কখনোই সম্ভব হত না।'

তিনি আরও বলেন, 'সেভেন গানটি বানানোর সময় আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি, তাই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি বিলবোর্ডকে ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটির জন্য।'

তুমুল প্রতিযোগিতায় ফিফটি ফিফটির 'কিউপিড', বিটিএসের আরেক সদস্য জিমিনের 'লাইক ক্রেজি', নিউ জিনসের 'ডিটো', 'ওএমজি' কে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছে জাংকুকের সেভেন। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিলবোর্ড 
 

Comments

The Daily Star  | English

BB suspends Binimoy over irregularities

The Bangladesh Bank (BB) has scrapped the interoperable digital transaction platform Binimoy, citing irregularities and a breach of contract.

9h ago