ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন আফগানিস্তানের ওমরজাই

Azmatullah Omarzai

দারুণ নৈপুণ্য দেখিয়ে গত বছর ওয়ানডের সেরা খেলোয়াড় হয়েছিলেন আজমতুল্লাহ ওমরজাই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখান ব্যাটে-বলের ঝলক। আর তাতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছেন আফগানিস্তানের এই তারকা। 

বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে এই সুখবর পান ওমরজাই। একে উঠতে স্বদেশী মোহাম্মদ নবিকে দুইয়ে সরিয়ে দেন তিনি। ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে একে ওমরজাই, ২৯২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নবি।  ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চারে। পাঁচে আরেক আফগান রশিদ খান।

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুর্বার গতিতে এগিয়ে আসছেন ভারতের অক্ষর প্যাটেলও। ১৭ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৩ নমরে, রবীন্দ্র জাদেজা আছেন নয়ে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিয়ের পাশাপাশি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওমরজাইয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলে ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন ভারতের শুবমান গিল। পাকিস্তানের বাবর আজম ধরে রেখেছেন দ্বিতীয় অবস্থান। টানা পাঁচ ফিফটি করা দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন এক ধাপ এগিয়ে উঠেছেন তিনে। ভারতের মাস্টার ব্যাটার বিরাট কোহলি দারুণ ছন্দে থাকায় এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন পাঁচে। উন্নতি হয়েছে শ্রেয়াস আইয়ারেরও। নয় থেকে আটে উঠেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে একে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলা শ্রীলঙ্কার মাতিশা পাথিরানা। দুই ধাপ উন্নতি করে দুইয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, তিন ধাপ এগিয়ে তিনে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আফগানিস্তানের রশিদ খান তিন ধাপ পিছিয়ে নেমেছেন পাঁচে। ভারতের মোহাম্মদ শামি তিন ধাপ এগিয়ে এসেছেন এগারো নম্বরে।

বাংলাদেশের জন্য নেই সুখবর। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুজনেই পিছিয়েছেন। দুজনেই যৌথভাবে অবস্থান করছেন ৩১ নম্বরে।

Comments

The Daily Star  | English
narcotics cases pending despite deadline

4.8 lakh narcotics cases pending despite deadline

Judge shortage, lack of witnesses, inadequate court infrastructure blamed for delays

7h ago