‘আমলনামা’ নিয়ে ফিরছেন জাহিদ হাসান

জাহিদ হাসান। ছবি: স্টার

দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় একটি নাম জাহিদ হাসান। নব্বইয়ের দশক থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন তিনি। পেয়েছেন ব্যাপক খ্যাতি। বলা হয়ে থাকে, টেলিভিশন নাটকের পুরুষ তারকাদের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে আছেন তিনি।

চলচ্চিত্র, নাটকে অভিনয় ও পরিচালনা, ওটিটি—সব মাধ্যমেই অভিনয় করেন তিনি। একসময় ঢাকার মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন। মঞ্চে 'বিচ্ছু'সহ বেশ কয়েকটি সাড়া জাগানো নাটকের অভিনেতা ছিলেন তিনি।

বিরতির পর এবার ফিরছেন জাহিদ হাসান। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, বিরতির পর ওয়েব ফিল্ম দিয়ে ফিরছি। ভালোই লাগছে। গল্প ও চরিত্র পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি।

জাহিদ হাসান ফিরছেন 'আমলনামা' ওয়েব সিরিজ দিয়ে। সিরিজটি পরিচালনা করেছেন রায়হান রাফী। খুব শিগগিরই চরকিতে সিরিজটি প্রচারিত হবে।

ওয়েব সিরিজটিতে জাহিদ হাসান গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। 'আমলনামা'য় অভিনয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, রায়হান রাফী আমার কাছে গল্প নিয়ে আসে। গল্প ও চরিত্র দুটোই পছন্দ হয়ে যায়। তারপর কাজটি করি।

'আমি অভিনেতা। অভিনয় ভালোবাসি বলেই এতটা বছর পার করে আসছি। এখন দেখা যাক দর্শকরা আমলনামা কীভাবে নেন। তাদের ভালো লাগলেই খুশি হবো', বলেন তিনি।

‘আমলনামা’য় জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

অন্যদিকে, আমলনামা ছাড়াও আগামী  ঈদুল আজহায় মুক্তি পাবে জাহিদ হাসান অভিনীত নতুন সিনেমা 'উৎসব'। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটো কাজ করেছি বিরতির পর। দুটোই ভালো লেগেছে। দুই জায়গায় দর্শকরা আমাকে দুইভাবে পাবেন। ভালো না লাগলে কোনো কাজ করি না।

দর্শকদের প্রতি চাওয়া কী, জানতে চাইলে এই অভিনেতা বলেন, দর্শকরা সবসময় ভালো কাজ ভালোবাসেন। দর্শকরা ভালো কাজ দেখেন। তারা সঠিক। দর্শকরা স্রোতে গা ভাসান না। তারা ভালো কাজ চান। দীর্ঘদিনের অভিজ্ঞতা  থেকে বলছি।

আমলনামার বিষয়ে তিনি বলেন, আমাদের আমলনামা রেডি থাকে। জীবনে কী করলাম, তাই আমলনামা। সেসবই সিনেমায় উঠে আসবে।

ওটিটির বিষয়ে জাহিদ হাসান বলেন, দর্শকরা ওটিটি দেখছেন। এই মাধ্যমে ভালো ভালো কাজ হচ্ছে।

রায়হান রাফীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে জাহিদ হাসান বলেন, রায়হান রাফী আমাদের ছোট ভাই। একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছে সে। এইসব দেখেও সুখ লাগে। ওর সব কাজ দর্শকপ্রিয় হয়। পাশের দেশ থেকেও প্রস্তাব পাচ্ছে।

তিনি আরও বলেন, রাফী আমাকে সম্মান করে। আমিও ওকে ভালোবাসি। ওর প্রশংসা শুনতেও ভালো লাগে।

এক প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, শিল্প সাহিত্যের মানুষ সাধারণত কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমি চাই মিডিয়ার সব মানুষ সচ্ছল থাকুক, ভালো থাকুক।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago