অনেক সিনেমায় কাজ করেছি, কিন্তু ‘উৎসবে’র মতো অভিজ্ঞতা হয়নি: জাহিদ হাসান

উৎসব

ঈদের ২০ দিনে এসে মাল্টিপ্লেক্সে ৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে 'উৎসব' সিনেমার। চতুর্থ সপ্তাহে এসে সারাদেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত এই সিনেমা। মাল্টিপ্লেক্সে বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে এটির।

জাহিদ হাসান অভিনীত 'জাহাঙ্গীর' চরিত্রের প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন অভিনেতা নিজেও। স্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রিমিয়ার দেখতে এসে কথা বলেছেন 'উৎসব' সিনেমা নিয়ে। 

জাহিদ হাসান বলেন, 'ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। তার মধ্যেই সিনেমাটি মুক্তি পেয়ে গেল। যারা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন, অন্যদের দেখার জন্য বলছেন, আমার প্রিয় গণমাধ্যমকর্মীদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার জীবনে অনেক বড় পাওয়া এই সিনেমাটি। অনেক সিনেমায় কাজ করেছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। কিন্তু উৎসব সিনেমার মতো এমন অভিজ্ঞতা কখনো হয়নি। এত ক্যামেরা, এত ভালোবাসা জীবনের একটি বড় অর্জন।'

জাহাঙ্গীর চরিত্রটি নিয়ে তিনি বলেন, 'এখনো এই চরিত্রটার মধ্যে মগ্ন হয়ে আছি। সিনেমার জাহাঙ্গীর চরিত্রটি আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে লুকিয়ে আছে। কারণ, আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে হিরোইজম আছে, ভিলেন আছে। আছে উপলব্ধি করার ক্ষমতা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের সময়টা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। এই রিয়েলাইজেশন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ আমরা যারা জাহাঙ্গীর হয়ে আছি, কাল আমরা ভালো হয়ে যাব।'

তিনি আরও বলেন, 'উৎসব সিনেমার প্রডাক্টশন বয় থেকে শুরু করে এই সিনেমার সঙ্গে যারা যুক্ত ছিলাম তারা প্রত্যেকেই অনেক সৎ ছিলাম। অভিনয় নিয়ে কোনো অসৎ অবস্থার মধ্যে আমরা যাইনি। এটাই মনে হয় আমাদের সফলতার বড় বিষয়। দর্শকদের প্রতিক্রিয়া দেখে বুঝেছি আসলে আমি ফেল করিনি।'

সিনেমায় জাহিদ হাসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

Comments

The Daily Star  | English

Major Israeli rights groups brand Gaza campaign 'genocide'

Israeli pressure groups B'Tselem and Physicians for Human Rights warned in a joint statement on Monday

52m ago