চ্যাম্পিয়ন্স ট্রফি

বরুণের শিকার হয়ে প্রথমবার যে তেতো স্বাদ নিলেন হেড

ছবি: এএফপি

ট্রাভিস হেড খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৭৩তম ওয়ানডে। অতীতে কখনও এই সংস্করণে ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে কোনো স্পিনারের বলে আউট হননি তিনি। ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই ধারার ইতি ঘটল। অস্ট্রেলিয়ার বিস্ফোরক বাঁহাতি ওপেনার নবম ওভারে ফিরলেন সাজঘরে।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিতে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে অজিরা। ওপেনিংয়ে নেমে ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি হেড। ভারতীয় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হয়ে তাকে থামতে হয় ৩৯ রানে। আক্রমণাত্মক ঢঙে ৩৩ বল মোকাবিলায় পাঁচটি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান তিনি।

ওয়ানডেতে এই প্রথম ইনিংসের পাওয়ারপ্লেতে কোনো স্পিনারের বিপরীতে আউট হয়েছেন হেড। নবম ওভারে আক্রমণে গিয়ে দ্বিতীয় বলেই তাকে বিদায় করেন বরুণ। বড় শট খেলার চেষ্টায় ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি হেডের। লংঅফ থেকে সামনে দৌড়ে সহজ ক্যাচ নেন শুবমান গিল। সঙ্গে সঙ্গে তীব্র উল্লাসে মেতে ওঠেন ভারতের ক্রিকেটাররা। কারণ, অতীতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাদেরকে ভুগিয়েছেন হেড।

৫০ ওভারের ক্রিকেটে ইনিংসের প্রথম ১০ ওভারে স্পিনারদের বিপক্ষে দারুণ সফল হেড। তিনি সব মিলিয়ে মোকাবিলা করেছেন ১১৭ বল। আগ্রাসী ব্যাটিংয়ে ১১৫.৩৮ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৫। আগেই বলা হয়েছে, আউট হয়েছেন মাত্র, যা এদিনের ম্যাচে।

হেডকে অবশ্য প্রথম বৈধ বলেই ফেরাতে পারত ভারত। অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম বলটি ওয়াইড দেন মোহাম্মদ শামি। পরের বলটি ডানহাতি পেসার করেন কিছুটা খাটো লেংথে। লিডিং এজ হয়ে ফিরতি ক্যাচ যায় শামির কাছে। ডানহাত বাড়ালেও বল শেষমেশ হাতের মুঠোয় নিতে পারেননি শামি। ফলে রানের খাতা খোলার আগেই জীবন পান হেড। তবে তিনি বিধ্বংসী হয়ে ওঠার আগেই ভারত পারে তাকে ফেরাতে।

এই প্রতিবেদন লেখার সময়, ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে রান ১৯৯ রান। ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি ৩৪ বলে ৩৯ রানে। তার সঙ্গী গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন ২ বলে ১ রানে। ফিফটি হাঁকিয়ে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হয়েছেন ৯৬ বলে ৭৩ রান করে। তার ব্যাট থেকে এসেছে চারটি চার ও একটি ছক্কা।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

4h ago