কালাবদর নদীতে অভিযানকালে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে ১ জেলে নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে মৎস্য বিভাগের অভিযান চলাকালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন।
নিহত মিরাজ ফকির (৩০) মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের ফখরুল ফকিরের ছেলে।
নিহতের আত্মীয় জুলহাস গাজী জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায়ের নেতৃত্বে কালাবদর নদীতে অভিযানের সময় দ্রুতগামী স্পিডবোট জেলেদের ট্রলারের ওপর উঠে যায়। এত ট্রলারে থাকা মিরাজ ফকির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, মিরাজ ফকির বাঁধা জাল দিয়ে মাছ ধরছিলেন, এটাই তার অপরাধ। সে কারণে তাকে ধরতে গিয়ে ট্রলারের ওপর স্পিডবোট তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, 'এখন নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। গতকাল নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আটজনের একটি দল কালাবদর নদীতে টহল দিচ্ছিলাম। এসময় একটি মাছ ধরার ট্রলার আমাদের দিকে দ্রুত এগিয়ে এসে স্পিডবোটে ধাক্কা মারে। এতে আমাদের স্পিডবোট ফুটো হয়ে যায় এবং ট্রলারটি উল্টে যায়। এ ঘটনায় আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, 'মৎস্য বিভাগের অভিযানের সময় এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কোনো পক্ষই অভিযোগ করেনি।'
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মশিউর রহমান বলেন, 'কালাবদর নদীতে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চলছিল। এসময় জেলেদের একটি ট্রলার অভিযানকারীদের স্পিডবোটে আঘাত হানে। এতে ওই জেলে আহত হন এবং পরে মারা যান। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেননি।'
Comments