দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত: আইসিডিডিআরবি

রয়টার্স ফাইল ফটো

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির বিজ্ঞানীদের এক গবেষণায় পাঁচজন জিকা-পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

তাদের ওই পরীক্ষার ফলাফলের ওপর আজ সোমবার একটি নিবন্ধ আইসিডিডিআরবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পরীক্ষার জন্য ২০২৩ সালে ১৫২ জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। জ্বরের পাশাপাশি তাদের ভাইরাসের অন্যান্য লক্ষণ ছিল।

যাদের জিকা শনাক্ত হয়েছে তারা সবাই ঢাকার একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে আইসিডিডিআরবি।

গবেষণা দলের প্রধান শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিকা শনাক্ত হওয়া পাঁচ জন মহাখালী এলাকার বাসিন্দা এবং তাদের ঠিকানা এক কিলোমিটার ব্যাসার্ধ্যের মধ্যে। এ কারণেই এটাকে জিকা ভাইরাসের ক্লাস্টার বলা হচ্ছে।' 

নিবন্ধে বলা হয়, 'নমুনাগুলোর মধ্যে পাঁচজনের জিকা ভাইরাস সংক্রমণের প্রমাণ এই ইঙ্গিত দেয় যে বাংলাদেশে এ রোগের প্রকৃত সংক্রমণ জানতে দেশব্যাপী স্ক্রিনিং প্রয়োজন।'

যাদের জিকা ভাইরাস শনাক্ত হয়েছে দুই বছরের মধ্যে তারা বিদেশ ভ্রমণ করেননি।

পাঁচ রোগীর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত ছিলেন, যা দেশে জিকা-ডেঙ্গু যৌথ সংক্রমণের প্রথম রেকর্ড।

২০১৬ সালে আইইডিসিআরের এক গবেষণায় ২০১৪ সালে সংগ্রহ করা রোগীর নমুনায় দেশে প্রথম জিকা-পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছিল।

ওই রোগীর বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায়, বিশেষজ্ঞরা মনে করেন, ব্রাজিলে ২০১৫ সালে জিকা ভাইরাস প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে এই ভাইরাস ছড়িয়েছে।

জিকা ভাইরাস শুধু মশার মাধ্যমেই নয়, যৌন মিলন, রক্ত সঞ্চালন, মা থেকে শিশুতে সংক্রমণ এবং শারীরিক সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে বলে জানিয়েছে আইসিডিডিআরবি।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago