নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, শীর্ষ পদে থাকছেন যারা

নাহিদ ইসলাম | ফাইল ফটো

তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি।

এর আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব পদে আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে।

নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারজিস আলম (উপরে বামদিক থেকে)। হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, হান্নান মাসুদ (নিচে বামদিক থেকে)। ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি যৌথ বৈঠক ছিল। সেখান থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজেও জানানো হয়, নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি)।

আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago