সোনারগাঁয়ে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোরশেদ৷
নিহতরা হলেন—রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুজ্জামান টুটুল (৪১) এবং একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী মো. হাবিব (৩৯)৷
তারা দুজন সোনারগাঁয়ে বেড়াতে আসেন এবং রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানান ওসি ওয়াহিদ।
নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, 'নিহত দুজন বন্ধু ছিলেন৷ তারা মোটরসাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) ও পানাম নগর পরিদর্শন করেন৷
'ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
বাসটি শনাক্তে পুলিশ কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷
Comments