গাজীপুর

বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আহত ৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে বাসে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে চরকা টেক্সটাইলের একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় পৌঁছলে বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এ ঘটনায় আহতদের সবার পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে টঙ্গীর বাহার মার্কেট এলাকার বাদশা মিয়ার স্ত্রী আমেনা গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনার সময় বাসটিতে ২৫ জন শ্রমিক ছিল।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসের শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে এক নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।'

তিনি বলেন, 'কারখানা ছুটির পর বাসটি পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে গাজীপুরে যাচ্ছিল।'

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, 'বাসটি চলমান অবস্থায় আগুন লাগে। যাত্রীরা তড়িঘড়ি করে নামার সময় একাধিক যাত্রী আহত হয়। আগুন লাগার পরেই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। দোকানদার ও পথচারীরা পানি ও বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়।'

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে।'

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার ইনচার্জ আবু বকর বলেন, '৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

10h ago