ভোলায় বরফকলে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ আহত ৩
ভোলার দৌলতখান পৌরসভার একটি বরফকলে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং অন্তত চার জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভোলা সদর ও দৌলতখান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি দোকানের মালিক মো. সুমন জানান, শনিবার সন্ধ্যায় পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সিলিন্ডারটি টুকরো হয়ে ১৫-২০ ফুট দূরে ছিটকে পরে। ঘটনার সময় বরফকলে কাজ করছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিটন আহমেদ জানান, 'বরফকলের অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় একজন মারা গেছেন এবং গুরুতর আহত অবস্থায় তিন জন চিকিৎসাধীন রয়েছেন।'
লিটন জানান, পাইপলাইনে পানির অতিরিক্ত চাপের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন সিদ্দিকা খাতুন (৭০)।
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাথী জানান, 'হাসপাতালে আনার আগেই সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়েছে। আমাদের হাসপাতালে হাসনুর বেগম (২০) এবং হুমায়রা বেগম ও ফাইজা নামে দুই শিশুকে ভর্তি করা হয়েছিল। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
Comments