মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের মেলান্দহ উপজেলার চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে জামালপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. সায়েদুর রহমান।

সূত্র জানিয়েছে, এদিন দুপুরে তারা মেলান্দহ উপজেলা হলরুমে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিতে এসেছিলেন। সভা শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলাম বলেন, শাহাদাৎ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য, মামুন ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লিটু মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সায়েদুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এস. এম. রহমান।

'চারজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago