‘জনগণকে বলব আইন হাতে তুলে নেবেন না, পুলিশকে বলব আরও সক্রিয় হোন’

সাভারে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্টার

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও 'খামারি' অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এসময় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকার আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'জনগণকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে।'

কিছুদিনের মধ্যেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান জাহাঙ্গীর আলম।

'অপকর্মকারীদের একটু বোঝাতে হবে' উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি অস্বীকার করব না যে, ঘটনাগুলো ঘটছে না। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা লোকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। যারা এসব (অপরাধ) করছে, এরা আমাদেরই পোলাপান, ওদের একটু বোঝাতে হবে, যেন অপকর্ম থেকে সরে আসে। আরেকটা বিষয়- আমাদের যে স্ট্যাটিসটিকস আছে, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে।'

দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষি জমি রক্ষায় 'কৃষি জমি সুরক্ষা আইন' করতে যাচ্ছেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ইটের ভাটায় কৃষি জমির টপ সয়েল নিয়ে কৃষি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা যদি হতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এটি যেন না হয় সে কারণে কৃষি জমি রক্ষায় আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।'

জাহাঙ্গীর আলম বলেন, 'একটা সময় জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল। এখন কৃষি জমি কমেছে, জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদের একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন।' 

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো দিক-নির্দেশনা দেওয়া হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।'

সাভারে গার্মেন্টস সেক্টরের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Global shipping navigates Trump tariffs uncertainty

Cargo ships put to sea half empty, fluctuating freight rates and possible shipping route changes are some of the recent adjustments industry specialists have noted.

6m ago