লালমনিরহাটে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সীমান্ত আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার আব্দুল হামিদ খান (৩৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিয়ানগর এলাকার লিটন মিয় (৪৫), মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাঁটু বালিগাঁও এলাকার আয়নাল দেওয়ান (৩৮), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খলাপাড়া এলাকার নয়ন সরকার (৩৮) ও ঢাকার কেরানীগঞ্জের রুইতপুর এলাকার আমির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, আব্দুর হামিদ খানের বিরুদ্ধে সারা দেশে সাতটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। লিটন মিয়ার বিরুদ্ধে চারটি চুরি, ডাকাতি ও অস্ত্র মামলা আছে। আয়নাল দেওয়ানের বিরুদ্ধে ছয়টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে এবং নয়ন সরকারের বিরুদ্ধে চারটি চুরি ও ডাকাতির মামলা আছে। তাদের কাছ থেকে একটি চাপাতি, পাঁচটি মোটা রশি, একটি বাঁট-যুক্ত চেইন, দুইটি স্কচটেপ, একটি চাকু জব্দ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, ডাকাতরা আবাসিক হোটেলে একসঙ্গে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। তাদের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Comments