৪০ শতাংশের বেশি ভারতীয় মনে করেন তাদের প্রতি সদয় হবেন ট্রাম্প

ফাইল ছবি

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে জানা গেছে, ৪০ শতাংশের বেশি ভারতীয় নাগরিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ দেশটির জন্য সুবিধাজনক হবে।

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এবারের মেয়াদে প্রথমবারের মতো বৈঠক করতে চলেছেন মোদি। তার ঠিক আগেই বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই জরিপের ফল প্রকাশ পেল।

মোদি ও তার দলের সমর্থকদের মাঝেও ইতিবাচক ভাবমূর্তি রয়েছে ট্রাম্পের।

'মুড অব দ্য নেশান' নামের এই জরিপে অংশগ্রহণকারীদের ১৬ শতাংশ জানান, ট্রাম্পের শাসন ভারতের জন্য খারাপ বা বিপর্যয়কর হবে।

বুধবার দিনের শেষভাগে এই জরিপের ফল প্রকাশ পায়। এর আগে ট্রাম্প বলেছেন, যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে, সে সব দেশ থেকে আসা পণ্যেও শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চ হারের শুল্ক।

জরিপে আরও জানা গেছে, এ মুহূর্তে ভারতে সাধারণ নির্বাচন হলে মোদি অ তার জোট ৪৭ শতাংশ ভোট পাবে। অপরদিকে, রাহুল গান্ধীর কংগ্রেস জোট পাবে ৪১ শতাংশ ভোট।

বছরে দুই বার এই জরিপ পরিচালনা করে ইন্ডিয়া টুডে। এর মাধ্যমে সার্বিকভাবে ভারতীয়দের রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে চিন্তাধারা উঠে আসে।

সর্বশেষ নির্বাচনে গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা হারায় মোদির দল বিজেপি। গত বছরের এই নির্বাচন শেষে সরকার গঠন করতে জোটের মিত্র দলগুলোর ওপর নির্ভর করতে হয় মোদিকে।

তবে এরপর বিজেপি জোট তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago