গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ এখন ‘গালফ অব আমেরিকা’

গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’র পরিবর্তে দেখাচ্ছে ‘গালফ অব আমেরিকা’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ভিত্তিক গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য বহুল পরিচিত গালফ অব মেক্সিকোর (মেক্সিকো উপসাগর) নাম পাল্টে গালফ অব আমেরিকা (আমেরিকা উপসাগর) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পর এই জলসীমার নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে গুগলের পক্ষ থেকে জানানো হয় যে, সরকারিভাবে কোনো নাম পরিবর্তন হলে গুগলও তা আপডেট করে নেয়।

সোমবার এক বিবৃতিতে গুগুল জানায়, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই জলসীমার নাম 'গালফ অব আমেরিকা' হিসেবে দেখবে এবং মেক্সিকোর ব্যবহারকারীরা 'গালফ অব মেক্সিকো' হিসেবে দেখবে। তবে বাকি সবাই উভয় নামেই দেখবে।

গুগল গত মাসে বলেছিল যে, ট্রাম্পের আদেশ অনুসরণে তারা দেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ডেনালি থেকে পাল্টে মাউন্ট ম্যাককিনলি করবে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই অঞ্চলের আদিবাসীদের কথা বিবেচনা করে আলাস্কার ল্যান্ডমার্কটির নাম পরিবর্তন করে ডেনালি রাখেন। তবে এখন পর্যন্ত গুগল ম্যাপে সেই পরিবর্তন করা হয়নি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও সোমবার ভৌগোলিক নাম পরিবর্তনের বিষয়ে একটি নোটিশ জারি করেছে।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

34m ago