বিপিএল

কাপ নিয়ে এবার বরিশাল যাবেন তামিমরা

fortune barishal

বিপিএলের গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তুলেছিল ফরচুন বরিশাল। কাপ নিয়ে বরিশাল শহরে গিয়ে উদযাপন করার কথা থাকলেও পরে তা হয়ে উঠেনি। বরিশালের মানুষদের এবার আর হতাশ করবেন না তামিমরা। আগামী রোববার বিপিএলের ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা।

এবার আসর শুরুর আগেই কাগজে-কলমে অনেকখানি এগিয়ে ছিলো বরিশাল। ফেভারিট হয়ে নেমে অনুমিতভাবেই টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে তারা। ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়েছে ৩ উইকেটে।

মাঠের খেলায় টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে দলটি। মাঠের বাইরে অন্য অনেক দলে পারিশ্রমিক ইস্যুতে নানান বিতর্ক হলেও বরিশাল এদিক থেকে ছিলো ব্যতিক্রম। তুলনামূলক পেশাদারিত্বের ছাপ দেখা গেছে দলটির ভেতর।

ট্রফি জিতে অধিনায়ক তামিম তাই সব মিলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে, 'অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দিব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।'

বরিশালের স্কোয়াডে ছিলো অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বেঞ্চে ছিলো তাদের যথেষ্ট শক্তিশালী, 'আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিলো। আমার রিশাদ, হৃদয়, শান্তদের মতন তরুণরা ছিলো। আরিফুল হকের মতন তরুণকে খেলাতে পারিনি এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।'

এরপরই ট্রফি উদযাপনে বরিশাল যাওয়ার কথা  বলেন তামিম, 'গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।'

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

53m ago