সকালেও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/06/received_1350050192782977.jpg)
ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আজ বৃহস্পতিবার সকালেও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সকালে ৭টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ এখানে রয়েছেন।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/06/dhan_32_1.jpg)
ফেসবুকে ঘোষিত 'বুলডোজার মিছিল' কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/06/32dhan.jpg)
রাত ১১টার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/06/dhan_32.jpg)
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়।
Comments