চকবাজারে বাসায় ঢুকে ছুরিকাঘাত, আহত ২

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে বাসায় ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গৃহবধূসহ দুইজন আহত হয়েছে। 

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া(২৬)।

বাসায় ঢুকে ছুরিকাঘাত করা মোক্তার হোসেনকে (২৬) চোর সন্দেহে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতে আহত মৌসুমী খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'আমার স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। চার সন্তান মাদ্রাসায় পড়ে। তারা মাদ্রাসায় ছিল। দরজা খোলা ছিল। হঠাৎ করে ওই যুবক রুমে ঢুকে পড়ে। তার হাতে দুটি ছুরি ছিল। একটি ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে।'

মৌসুমী চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে ওই যুবককে ধরে ফেলে। তিনি বলেন, 'আটক মোক্তার আমাদের পূর্বপরিচিত। আমাদের ধারণা চুরি করতে তিনি ঘরে ঢোকেন। কিছু না নিতে পেরে ছুরিকাঘাত করে।'

আহত সেন্টু বলেন, 'আমাদের পাশের ফ্ল্যাট থেকে চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে দেখি ওই যুবক একটি ছুরি হাতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে দেখতে পাই মৌসুমী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন মোক্তারকে ধরতে গেলে সে আমাকেও ছুরিকাঘাত করে।'

পরে স্থানীয়রা মোক্তারকে আটক করে পুলিশে দেয় বলে জানান তিনি।

এসআই হাসানুর রহমান বলেন, 'রহমতগঞ্জ এলাকায় এক যুবককে গণপিটুনি দিয়ে আমাদের কাছে সোর্পদ করা হয়েছে। জানতে পেরেছি বাসায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুইজনকে ছুরিকাঘাত করেছে। গৃহবধূর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।'

আটক যুবক মোক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Wave of attacks targets houses, businesses of AL leaders

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

16m ago