৮ ফেব্রুয়ারি থেকে নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন

মার্কিন দূতাবাসের লোগো। ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাসের লোগো। ছবি: সংগৃহীত

৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। 

নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকছে না।

গতকাল সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

'আমরা নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু করব', পোস্টে বলা হয়।

তবে যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাশাপাশি, আজ মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক করার আহ্বান জানিয়েছে।

 

Comments

The Daily Star  | English

300 lockers of BB officials to be opened

A Dhaka court yesterday granted permission to the Anti-Corruption Commission to open lockers of over 300 incumbent and former officials of Bangladesh Bank.

3h ago