চট্টগ্রামে বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন, চট্টগ্রাম, বায়েজিদ বোস্তামী, পোশাক শ্রমিক,
বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ছবি: রাজীব রায়হান/স্টার

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।

আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।

এদিকে সড়ক অবরোধ করা ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।
আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ছবি: রাজীব রায়হান/স্টার

কারখানার অপারেটর তাসলিমা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না।'

'আমরা কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু কারখানা এখনো আমাদের বেতন পরিশোধ করেনি,' বলেন তিনি।

তার ভাষ্য, 'মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।
শ্রমিকরা বলেছেন, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ছবি: রাজীব রায়হান/স্টার

জানতে চাইলে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন বলেন, 'শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।'

এ বিষয়ে জানতে আনোয়ারা ড্রেস মেকারসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

Economy poised to encounter substantial hurdles in H2 of FY25: BB

Despite various monetary and fiscal tightening measures, inflation has remained persistently high, staying above 10 percent

1h ago