‘সব রাজনৈতিক দলকে বলব, আ. লীগ থেকে শিক্ষা নিন ও সতর্ক হোন’

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: স্টার

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আপনাদের নেতানেত্রীরা সীমান্ত দিয়ে পালিয়েছেন। আপনারা এখন লিফলেট বিলি, হরতাল পালন করবেন? রাস্তায় নেমে দেখান।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

'অন্তর্বর্তী সরকার গত ছয় মাসে প্রত্যাশার অনেকাংশই পূরণ করতে পারেনি এবং মৌলিক পণ্যে শুল্ক বাড়িয়ে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'অভ্যুত্থান পরবর্তী স্থিতিশীল পরিস্থিতি আসতে সময়ের প্রয়োজন, সে সময় আমরা সরকারকে দিতে চাই। কিন্তু জাতীয় ঐক্য যেন থাকে। আমাদের দলমত ও রাজনীতির ভিন্নতা থাকবে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে আমরা এক ও অভিন্ন অবস্থানে থেকে লড়াই করব।'

জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক এ নেতা বলেন, 'যারা আপনাদের সন্তানকে গুলি করে, হেলিকপ্টার থেকে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, যারা বাংলাদেশকে দিল্লির তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখলেই প্রতিহত করবেন।'

নুর বলেন, 'গণঅভ্যুত্থান আমাদের অপরিহার্য হয়ে পড়েছিল। তরুণদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ও নতুন সংস্কৃতির প্রয়োজন।'

তিনি বলেন, 'গত ৩০ বছর সংসদীয় গণতন্ত্রে নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি কিন্তু জন–আকাঙ্ক্ষা কখনই পূরণ হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে তাদের মাধ্যমেই দখলবাজি, চাঁদাবাজি, জনগণকে জিম্মি করা, উন্নয়নের নামে লুটপাট ও রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করতে দেখেছি।'

'আওয়ামী ধারার পুরোনো রাজনীতি আর চলবে না' মন্তব্য করে নুর বলেন, 'গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃবৃন্দের পরিষ্কার ঘোষণা ছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এ দেশের মানুষ নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। নতুন নেতৃত্বকে মানুষের কাছে যেতে হবে। ছাত্রলীগ, যুবলীগের মতো দখলবাজি, চাঁদাবাজি করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলব, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন এবং সতর্ক হোন।'

 

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

5h ago