আবারও সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে কলেজটির শিক্ষার্থীরা গুলশান-১ নম্বর সার্কেলে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

এতে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাত ৯টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গুলশান-১ মোড় অবরোধ করেছিলেন। তারা দীর্ঘ সময় সেখানে থাকেননি, কলেজের সামনে ফিরে গেছেন।'

'তিতুমীর কলেজের সামনে উভয় পাশে যান চলাচল বন্ধ আছে,' জানান তিনি।

ছবি: পলাশ খান/স্টার

এর আগে বিকেলেও শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছিলেন।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী।

এদিন রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসনব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন; ২০২৪-২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন; অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষাদানের লক্ষ্যে গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago