আশা করি দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের যথাযথ শ্রদ্ধাবোধ থাকবে আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।

চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা মুখপাত্র বলেন, 'আমরা আশা করি  পারস্পরিক সবগুলো চুক্তি প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি।'

'প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন সবগুলো চুক্তির প্রতিই সম্মান রাখা হবে বলে আশা করি,' বলেন তিনি।

সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি 'অসম'—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, 'আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত-সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে।'

'এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করে,' বলেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, 'আমরা আশেপাশের সবগুলো বিষয়ে আমরা সর্বদা কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নিই।'

 

Comments

The Daily Star  | English

6 months of interim govt: Citizens still in fear for safety

Many citizens feel unprotected and vulnerable since law enforcement agencies have not been able to regain control

9h ago