পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস

ছবি: আইসিসি

চার বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ অ্যালারডাইস। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে 'নতুন চ্যালেঞ্জ নেওয়ার' আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় মনে হয়েছে তার কাছে।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালারডাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যে সরে দাঁড়িয়েছেন অ্যালারডাইস। গত বছরের ১ ডিসেম্বর ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।

বিদায়ী বার্তায় ৫৭ বছর বয়সী অ্যালারডাইস বলেছেন, প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে গর্ববোধ করছেন তিনি, 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তৃতি বাড়ানো থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি ভীষণ গর্বিত।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন শেষে ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। শুরুতে তিনি আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। এরপর ২০২১ সালের নভেম্বরে তিনি সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান পূর্ণকালীন দায়িত্বে। এর আগে আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালারডাইস।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন অ্যালারডাইস, 'গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমি আত্মবিশ্বাসী যে, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আর আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের জন্য ভবিষ্যতে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।'

অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান জয়, 'প্রধান নির্বাহী থাকাকালীন তার নেতৃত্ব ও নিবেদনের জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে জেফকে (অ্যালারডাইস) আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তার প্রচেষ্টা বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কাজের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।'

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আরও জানিয়েছে, অ্যালারডাইসের উত্তরসূরি নিয়োগ দিতে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

13m ago