জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

High Court

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ও ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে তিন হাজার ৫৩৪ জন প্রার্থীর নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তাদের নিয়োগ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার অনিয়মের অভিযোগে এই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ প্রার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

আইনজীবী মাকসুদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ২৯ জানুয়ারি এই প্রার্থীদের চাকরিতে যোগদানের কথা ছিল। আজ হাইকোর্টের এ আদেশের ফলে তারা চাকরিতে যোগ দিতে পারছেন না।

মাকসুদ উল্লাহ আরও বলেন, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে নিয়োগ বঞ্চিত ১৮ জন প্রার্থী হাইকোর্টে রিট করেছিলেন। এই নিয়োগের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে।

দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের চূড়ান্ত ফল গত ২৬ নভেম্বর প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ৫৩৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

6m ago