মুলতানে প্রথম দিনেই হ্যাটট্রিক করে ইতিহাসে নোমান
স্পিন স্বর্গ বানিয়ে আগের টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে নাকানি চুবানি খাইয়েছে পাকিস্তান। একই ফরমুলায় মুলতানেও ক্যারিবিয়ানদের নাজেহাল অবস্থা করে ছাড়ছেন পাকিস্তানি স্পিনাররা। এরমধ্যে বাঁহাতি স্পিনার নোমান আলি ঠাঁই করে নিয়েছেন ইতিহাস। টেস্টে প্রথম কোন পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি।
পাকিস্তানের হয়ে টেস্টে এর আগে হ্যাটট্রিক ছিলো মোট পাঁচটি, যার মধ্যে ওয়াসিম আকরাম দুটি, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহর একটি করে। এরা প্রত্যেকেই ছিলেন পেসার। নোমান সেই জায়গায় অনন্য।
হ্যাটট্রিক করার দিনে নোমানের বয়স ৩৮ বছর ১১০ দিন। টেস্ট ইতিহাসে তিনি দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। ৩৮ বছর ১৩৯ দিনে হ্যাটট্রিক করে এই রেকর্ড শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।
শনিবার মুলতানে ইনিংসের দ্বাদশ ওভারেই হ্যাটট্রিক পুরো করে ফেলেন তিনি। কেভিন সিনক্লিয়ারকে বাবর আজমের ক্যাচ বানান এই বাঁহাতি। এর আগের দুই বলে তিনি ফেরান জাস্টিন গ্রেইভস ও টেভিন ইমলাককে।
এর আগে নিজের স্পেলের শুরুতে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট নেন নোমান। হ্যাটট্রিকের পর তিনি কেমার রোচকে আউট করে পুরো করেন পাঁচ উইকেট। পরে আরেক উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসও মুড়ে দেন।
নোমানের হ্যাটট্রিকের দিনে সাজিদ খাদও নিয়েছেন দুই উইকেট। আরেক লেগ স্পিনার আবরার আহমেদও খালি হাতে থাকেননি। অভিষিক্ত পেসার কাসিফ আলিও পান উইকেট।
পাকিস্তানের স্পিন তোপে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫০ ওভারও ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪১.১ ওভারে তারা গুটিয়ে গেছে ১৬৩ রানে। নয়ে নামা গুডাকেশ মুটি দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন। নোমান ইনিংস মুড়ে দিয়ে ৪১ রানে নিয়েছেন ৬ উইকেট।
Comments