এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার

Kyle Walker

ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার ম্যানচেস্টার সিটি ছেড়ে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন। শুক্রবার এই দল বদলের খবর নিশ্চিত করেছে দুই ক্লাব।

৩৪ বছর বয়েসী ওয়াকার চলতি মৌসুমের বাকি সময়ে মিলানে খেলবেন, আসছে গ্রীষ্মে তার চুক্তি পাকাপাকি হতে পারে।

চলতি মৌসুমে সিটির অধিনায়ক হিসেবে কঠিন সময় পার করছিলেন ওয়াকার। গত ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেদের কাছে হারার পর আর মাঠে নামেননি।

২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে সিটিতে যোগ দেন ওয়াকার। এই সময়ে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে ভূমিকা ছিলো তার, ২০২৩ সালে সিটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগও।

সিটির ছাড়ার সময়ে সোশ্যাল মিডিয়ায় ওয়াকার লিখেছেন, 'ম্যানচেস্টার সিটি...কোথা থেকে শুরু করব? ২০১৭ সালে যোগ দেওয়াটা ছিলো অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হওয়ার মতন।'

'সাত বছরে চ্যাম্পিয়ন্স লিগসহ ১৭টা টেফি জেতা, বিখ্যাত ট্রেবল জেতা। এটা অনেকটা যা আমি শৈশবে স্বপ্ন দেখতাম।'

সিরি আ'তে এসি মিলানও খুব সুবিধাজনক অবস্থায় নেই। পয়েন্ট টেবিলে তারা আছে আটে। তবে মিলানে যোগ দিয়ে বেশ গর্বিত ওয়াকার, 'আমি আনন্দের সঙ্গে গর্বিত এসি ক্লাবে যোগ দিতে পেরে। এটা এমন একটি ক্লাব যার অনেক উজ্জ্বল ইতিহাস আছে। আমি ছোটবেলা থেকে এটা অনুসরণ করি। মিলানের জার্সি পরা সম্মানের বিষয়।'

Comments

The Daily Star  | English

Train drivers decide to go on strike from midnight

A meeting between the railway authorities and the leaders of the drivers' association ended unsuccessfully tonight, as the latter vowed to go for a strike unless their demands are met

49m ago