স্নাতকোত্তর-পিএইচডি শিক্ষার্থীদের বিশ্বব্যাংকে ইন্টার্নের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিশ্ব ব্যাংকের লোগো ছবি: সংগৃহীত

স্নাতক শেষ করে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে যারা পড়ালেখা করছেন, তাদের জন্য চার মাসের ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছে বিশ্বব্যাংক।

স্নাতক ডিগ্রির পাশাপাশি ইংরেজিতে দক্ষ হলে যেকোনো দেশের শিক্ষার্থীই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

এর মধ্যে ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম (বিআইপি) শিরোনামের এই ইন্টার্নশিপের জন্য আবেদন গত ১৫ জানুয়ারি থেকে গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এপ্রিলের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টার্নশিপ শুরু হবে মে মাসে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরসহ বিভিন্ন দেশে বিশ্বব্যাংকের কান্ট্রি অফিসের জন্য ইন্টার্নশিপ উন্মুক্ত রয়েছে। ইন্টার্নশিপ চলাকালে পূর্ণকালীন কাজে নিয়োজিত থাকতে হবে, বেতন পাওয়া যাবে ঘণ্টাপ্রতি। পাশাপাশি ব্যবস্থাপক তার এখতিয়ারে ইন্টার্নকে তিন হাজার ডলার পর্যন্ত যাতায়াত ভাতা দিতে পারেন।

কী করতে হবে ইন্টার্নদের

বিশ্বব্যাংকের এই ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামে নির্বাচিত ইন্টার্নদের কাজ করতে হবে উন্নয়ন নিয়ে। নতুন নতুন আইডিয়া, দৃষ্টিভঙ্গী ও গবেষণার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। বিশ্বব্যাংক বলছে, দারিদ্র্যমুক্ত বাসযোগ্য একটি পৃথিবী তৈরি করতে তাদের যে লক্ষ্য, তা এগিয়ে নিতেই বিভিন্ন প্রকল্পে ইন্টার্নরা সহায়ক ভূমিকা রাখবেন। এর মধ্য দিয়ে ইন্টার্নরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এছাড়া, পারবেন প্রফেশনাল নেওটয়ার্ক বাড়িয়ে নিতে, যা তাদের ক্যারিয়ার উন্নয়নের যাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

যেসব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও জনসংখ্যা) ও সামাজিক বিজ্ঞানের (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান) শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বেসরকারি খাত উন্নয়ন এবং অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য।

ইন্টার্নশিপে পাওয়া যাবে যেসব সুযোগ-সুবিধা

  • নির্বাচিত ইন্টার্নদের ঘণ্টাপ্রতি বেতন দেবে বিশ্বব্যাংক। এর পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তবে বিশ্বব্যাংক সাধারণত এ ধরনের ইন্টার্নদের প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ মার্কিন ডলার (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে ঘণ্টায় দুই হাজার ৪০০ থেকে তিন হাজার ৬০০ টাকা) বেতন দিয়ে থাকে;
  • ব্যবস্থাপক তার নিজের এখতিয়ারে কোনো ইন্টার্নকে প্রয়োজনে তিন হাজার ডলার (তিন লাখ ৬০ হাজার টাকা) পর্যন্ত যাতায়াত ভাতা দিতে পারেন;
  • থাকা-খাওয়ার ব্যবস্থা ইন্টার্নকে নিজ ব্যবস্থাপনায় করতে হবে;
  • বিআইপির জন্য যোগ্য প্রার্থী কারা স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
  • পূর্ণকালীন কোনো স্নাতকোত্তর বা পিএইডি কোর্সে ভর্তি থাকতে হবে;
  • ইংরেজিতে দক্ষ হতে হবে। ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ, আরবি, পর্তুগিজ ও চাইনিজ ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে;
  • কম্পিউটিং ও অন্যান্য কারিগরি দক্ষতাও বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ঘানার আক্রা, বসনিয়া ও হারজোগোভিনার সারায়েভো, কঙ্গোর কিনসাসা, তিউনিসিয়ার তিউনিস, লেবাননের বৈরুত, আর্জেন্টিনার বুয়েন্স এইরেস, কলম্বিয়ার বোগোতা, ব্রাজিলের ব্রাসিলিয়া ও মিশরের কায়রোতে বিশ্বব্যাংকের অফিসগুলোতে বিভিন্ন পদের বিপরীতে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

বিশ্বব্যাংকের কোন কোন অফিসে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে তার পূর্ণ তালিকা দেখুন এখানে।

এই তালিকাতেই প্রতিটি পদের বিপরীতে আগ্রহী প্রার্থীদের কী ধরনের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ও যোগ্যতা থাকতে হবে, তার পূর্ণ বিবরণ রয়েছে।

আবেদন করতে কী কী লাগবে

  • জীবনবৃত্তান্ত (সিভি);
  • স্টেটমেন্ট অব ইন্টারেস্ট;
  • বর্তমানে অধ্যয়নরত থাকার প্রমাণপত্র।

একবার আবেদন করলে সেই আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।

আবেদন ও প্রার্থী বাছাইয়ের তারিখ

আবেদনের পরপরই ইমেইলের মাধ্যমে 'অ্যাপ্লিকেশন নম্বর'সহ প্রার্থীকে আবেদন গ্রহণের তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীদের মধ্যে যাদের সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হবে, মার্চের মধ্যেই তাদের সে তথ্য জানিয়ে দেওয়া হবে। এপ্রিলজুড়ে চলবে নির্বাচন প্রক্রিয়া। চূড়ান্তভাবে নির্বাচিতরা মে মাসে ইন্টার্নশিপ শুরু করবেন, যা চলবে আগস্ট মাস পর্যন্ত।

যেভাবে আবেদন করবেন

বিশ্বব্যাংকের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে হবে অনলাইনে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন কাঙ্ক্ষিত পদের রিকুইজিশন নম্বরে

আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার ও আগামী বুধবার এই ইন্টার্নশিপ নিয়ে বিশেষ তথ্যমূলক অনলাইন সেশনের আয়োজনও করেছে বিশ্বব্যাংক। এসব সেশনে অংশ নিতে হলে নিবন্ধন করে নিতে হবে নিচের লিংকগুলো থেকে:

২২ জানুয়ারির তথ্যমূলক সেশনে অংশ নিতে ক্লিক করুন।
২৩ জানুয়ারির তথ্যমূলক সেশনে অংশ নিতে ক্লিক করুন।
৩০ জানুয়ারির তথ্যমূলক সেশনে অংশ নিতে ক্লিক করুন।

প্রতিবেদনটি প্রস্তুত করেছেন সজীব রহমান

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs: information adviser

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

19m ago