সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

মোহাম্মদ রিপন খান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জুবাইলের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মোহাম্মদ রিপন খান (৪২) বরগুনার পাথরঘাটা উপজেলার মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে।

নিহত রিপনের বড় ভাই মোহাম্মদ লিটন খান জানান, পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের পরিবারকে বিষয়টি অবগত করেন সৌদি আরবে তার রুমমেট আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামান বলেন, 'রিপন ফজরের নামাজের পর হাঁটতে যেতেন। সোমবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তাকে রুমে দেখতে না পেয়ে ভেবেছিলাম হাঁটতে গেছেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় প্রশাসনের একজন জানান, রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।'

লিটন খান বলেন, 'আমরা রিপনের মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।'

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Devotees gather for final prayer at Ijtema ground

The final prayer will be led by Maulana Zubair, the top cleric of Shuray-e-Nezam of Bangladesh.

58m ago