সারা দেশে অপঘাতে নিহত ৯
দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় অপঘাতে নয়জনের প্রাণহানি হয়েছে।
আজ মঙ্গলবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দিনাজপুরে রেল দুর্ঘটনায় একজন মৃত্যু হয়েছে।
এছাড়া, দিনাজপুরে আগুনে পুড়ে দুইজনের প্রাণ হারিয়েছেন এবং রাজধানী ঢাকা, সিলেট, নোয়াখালী ও কিশোরগঞ্জে চারজন খুন হয়েছেন।
ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র মুস্তাফিজুর আহম্মেদ আসিফ খাঁন (১৯) নিহত হয়েছেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আসিফ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
পুলিশ জানিয়েছে, আসিফ বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিল। সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ফরিদপুর নেওয়ার পথেই আসিফের মৃত্যু হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানাধীন দোগাছী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহসিন মাহমুদ রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
রিফাত ঢাকার দোহার উপজেলার বেথুয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, 'একটি যাত্রীবাহী বাসের স্টাফ ওই যুবকের মরদেহ পদ্মা সেতুমুখী লেনে পড়ে থাকতে দেখে থানায় জানান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।'
তিনি বলেন, 'দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।'
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার হিলি রেলওয়ে স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নওপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
হিলি রেল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. তাজরুল ইসলাম বলেন, 'জয়পুরহাট থেকে পার্বতীপুর অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নওপাড়া পার হওয়ার সময় ওই যুবকের ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলম (৬৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঝগড়া থামাতে গিয়ে তিনি খুন হন।
আলম জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে, আলম তার জমিতে কাজ করছিলেন। প্রতিবেশী গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া শুরু হয়।
ঝগড়া থামাতে গেলে সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে আলম গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় তিনি আহত হন।
সাজুর বন্ধু বায়জিদ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। বায়জিদ পেশায় অটোরিকশাচালক।
তিনি জানান, সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। ঢাকায় সাজু মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা।
'বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেটকার চালাতো সাজু। গত রাতে আমিই তাকে অটোরিকশায় বিজয়নগর নিয়ে আসি। পানির ট্যাংক এলাকায় আমি চা খাচ্ছিলাম, সে সময় চিৎকার শুনতে পাই। এর কয়েক মিনিট পর আমার নাম ধরে ডাকতে শুনি,' বলেন বায়জিদ।
তিনি আরও বলেন, 'দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়েও সাজুকে দেখতে পাইনি। পরে পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
বাইজিদের ধারণা সাজু ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
নিখোঁজের চারদিন পর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আবু বক্কর ছিদ্দিকের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বক্কর চাটখিল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফতেহপুর মহল্লার বাসিন্দা। তিনি চাটখিল কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লধের বাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা জাল ফেলে মাছ ধরার সময় আবু বক্করের মরদেহ ভেসে ওঠে।
বক্করের মেজ ছেলে শহীদুল ইসলাম জানান, তার বাবা গত শুক্রবার বিকেলে সবজি কিনতে চাটখিল বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গত ১৯ জানুয়ারি বিকেলে বক্করের বড় ছেলে মাসুদ আলম চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়।
শহীদুল ইসলাম বলেন, 'আমার বাবার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।
সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীর তীর থেকে সালিক আহমদ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল এই তথ্য জানিয়েছেন।
সালিক পূর্ব লক্ষ্মীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।
স্থানীদের বরাত দিয়ে আওয়াল বলেন, গত রাতে সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজার থেকে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন সালিক। দুর্বৃত্তরা তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে সুরমা নদীর পাড়ে ফেলে রেখে যায়।
'পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে,' বলেন তিনি।
দিনাজপুরের ঘোড়াঘাট ও পার্বতীপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন—ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী-চাপড়াপাড়া গ্রামের বাসিন্দা রুবি বেগম (৭০) ও পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) বিপণন বিভাগের স্কেল অপারেটর মুন্না আজিজ বাবু (৪৫)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, 'রুবি বেগম তার বিছানার পাশে কেরোসিনের বাতি জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার মশারিতে আগুন ধরে যায়। রাত সাড়ে ১০টার দিকে গ্রামবাসী তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'
'রুবির স্বামী ও দুই ছেলে বাইরে থাকায় বাসায় তিনি একাই ছিলেন,' জানান তিনি।
অন্যদিকে সোমবার দুপুরে বিসিএমসিএলে নিজ কক্ষ থেকে মুন্নাকে গুরুতর দগ্ধ অবস্থায় পাওয়া যায়।
সূত্র জানিয়েছে, তার সহকর্মীরা মুন্নার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। মুন্নার কক্ষের আসবাবপত্র ও মালপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিসিএমসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) খান মো. জাফর সাদিকের মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, ময়নাতদন্তের জন্য মুন্নার মরদেহ মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুন্নার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার খন্দজানপুর গ্রামে।
Comments