বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে সাতজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন—ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলমিন (২৪)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, এখন পর্যন্ত আহত সাতজন চিকিৎসা নিতে এসেছেন।

আলআমিন নামে আহত এক শিক্ষার্থী জানান, গতকাল যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন মিলে। তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মিমাংসার জন্য আজ দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে আজও তাদেরকে পিটিয়ে আহত করা হয়। 

এতে অন্তত ১০ জন আহত হন বলে দাবী করেন তিনি।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago