লিভারপুলের এখনো নিজেদের ইউরোপ সেরা প্রমাণ করা বাকি: স্লট

 Liverpool manager Arne Slot

ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দারুণ সময় পার করলেও এখনো নিজেদের ইউরোপ সেরা ভাবতে রাজী নন কোচ আর্নে স্লট। চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে নামার আগে তিনি জানান, তাদের এখনো নিজেদের প্রমাণ করা বাকি।

প্রিমিয়ার লিগে শনিবার ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে অল রেডরা, খেলার অন্তিম সময়ে রোমাঞ্চকর দুই গোল করে দলের আনন্দের কারণ নন দারউইন নুনেজ। বড় দুই আসরেই দাপট দেখানো দলটিকে অনেকেই এই মুহূর্তে ইউরোপের সেরা বলছেন। ব্রেন্টোফোর্ডের কোচ থমাস ফ্রাঙ্ক লিভারপুলের কাছে হেরে লিভারপুলকে সেরা বলে মন্তব্য করেন।

যদিও এই তকমা এখনি নিতে নারাজ স্লট, 'আমি মনে করি এইসব কথা বলা এখনও খুব দ্রুত হয়ে যায়। আমাদের এখনও অনেক দলের মুখোমুখি হতে হবে। তবে প্রিমিয়ার লীগে নিজেকে প্রমাণ করেছেন এমন একজন ম্যানেজারের কাছ থেকে প্রশংসা পাওয়া সবসময়ই ভালো।'

লিভারপুল চ্যাম্পিয়ন্স লীগের ছয় ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে ব্রুনো জেনেসিওর লিল ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। পেছনের সারির দল হলেও তাদের নিয়ে সতর্ক লিভারপুল কোচ, 'যখন আমরা মাঠে নামি তখন আমরা একটি ম্যাচ জিততে চাই, আপনি মনে করবেন যে নম্বর এক হওয়ার পর শেষ পর্যন্ত সেরা অবস্থানে থাকা উচিত তবে এটি অদ্ভুত লীগ টেবিল। কারণ যদি আপনি টেবিলের নিচের দিকের দলের মুখোমুখি হন, তবে তারা মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন দল (কারণ আপনি তাদের আগে মুখোমুখি হননি)। আপনি টেবিলটি বিচার করতে পারবেন না এবং এখন কে সেরা তা বলতে পারবেন না। কারণ আমরা একই লিগে (ঘরোয়া লিগ) খেলি না।'

ফরাসি ক্লাব লিল সব প্রতিযোগিতায় ২১ ম্যাচে অপরাজিত রয়েছে। স্লট বলেছেন ফরাসি দলটি, যারা তাদের শেষ দুটি চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ এবং রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে, তারা আবার ঝলক দেখালে সেটা অবাক হওয়ার মতন হবে না,  'তারা প্রতিটি পয়েন্টের যোগ্য ... তারা জুভেন্টাসের সঙ্গে ড্র করেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়ালকে হারিয়েছে এবং এখন তারা আমাদের মুখোমুখি হচ্ছে এবং তারপরে আমার প্রাক্তন ক্লাব ফেইয়েনোর্ডের মুখোমুখি হচ্ছে। তারা সূচি নিয়ে ভাগ্যবান হয়নি (কঠিন প্রতিপক্ষ পেয়েছে) এবং এজন্যই আমি এতটাই মুগ্ধ তাদের উপর।'

Comments

The Daily Star  | English

Chattogram’s garment factories fear fallout from US tariffs

Owners of Chattogram-based readymade garment factories, many of which do business with buyers in the United States, are worried about a US tariff hike to 35 percent set to take effect on August 1.

11h ago