মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবি, শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান

মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: প্রবীর দাশ/ স্টার

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ৯টা থেকে শহীদ মিনারে জড়ো হন তারা।

দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে প্রায় আড়াইশ শিক্ষার্থী অবস্থান নেন।

এসময় সর্বস্তরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে তাদের অবস্থান নিতে দেখা যায়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী।  

তাদের দাবি কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়নি। অবিলম্বে কোটা বাতিল চান তারা।

শহীদ মিনারে অবস্থান নেওয়া ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ফেরদৌস আহমেদ তানিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে এতে কোটার কারণে অনেক অযোগ্য ছেলেমেয়ে ভর্তির সুযোগ পেয়েছে এমনকি অনেকে ঢাকা মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছে। এই কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে, তাদের কোনোভাবেই মেডিকেলে ভর্তি হতে দেওয়া যাবে না এবং সামনে যতগুলো ভর্তি পরীক্ষা আসবে কোনোটাতে যেন মুক্তিযোদ্ধাদের কোনো সন্তান নাতিপুতিদের কোনো কোটা না থাকে এবং আগামী বছরগুলোতেও যেন কোটাপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় এই দাবিতে আমরা রাজপথে নেমেছি।'

গতকাল ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago