এস কে সুরের বাসা থেকে নগদ ১৭ লাখ টাকা জব্দ

এস কে সুর চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে এস কে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালানো হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত ১৪ জানুয়ারি পুলিশ ও দুদকের যৌথ অভিযানে এস কে সুরকে গ্রেপ্তার করা হয়।

সম্পদ বিবরণী দাখিল না করায় গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠান।

Comments