ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাড্ডা বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নোমান আহমেদ নিহত হয়েছেন।
নোমান সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক। তিনি রঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।
বড়লেখা থানার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাতে নোমান আহমেদ বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ দুই যুবক এসে তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নোমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নোমানকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে যতদূর জানা গেছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রক্রিয়াধীন।
Comments