আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা সময়সীমা মাথায় রেখেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

বিএনপির পক্ষ থেকে জুলাই-আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের যে দাবি জানানো হয়েছে, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, 'আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধান, সিস্টেমের মধ্যে থাকব।'

সিইসি আরও বলেন, 'আমরা…ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।'

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে সময়সীমা (টাইম ফ্রেম), ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।'

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর।

সিইসি জানান, আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে।

ভোটার তালিকা নিয়ে সংশয় দূর করার ব্যাপারে ইসি আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, 'আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করব।'

ইসির পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় কাজ করবেন ৬৫ হাজার কর্মী।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

41m ago