সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

এ টি এম শামসুল হুদা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। তার নেতৃত্বে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আজ শনিবার সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে মারা যান শামসুল হুদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবার সূত্রে জানা যায়, শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসায় অসুস্থ বোধ করায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি জানান, রাজধানীর বনানী কবরস্থানে এ টি এম শামসুল হুদার মরদেহ দাফন করা হবে।

এক শোক বার্তায় নির্বাচন কমিশন উল্লেখ করেছে, এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদরে উপজেলায় জন্মগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English
Rohingya children

Education at Rohingya camps in disarray

The funding shortfall stems largely from a drastic reduction in humanitarian aid by the US

10h ago