ইসরায়েলের ক্যাবিনেটে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন

ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক। ছবি: এপি

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে গত বুধবার কাতারে একমত হয় হামাস ও ইসরায়েল। আজ শুক্রবার এই চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট। 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটের ১১ সদস্যের  ভোটের মাধ্যমে অনুমোদন পেয়েছে চুক্তিটি।

তবে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি এই চুক্তি। দেশটির ৩৩ সদস্যের মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে আজ। সেই বৈঠকে অনুমোদন পেলেই কেবল ইসরায়েলের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন আসবে। 

যুদ্ধবিরতি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। 

চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এর অধীনে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।

প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। সেখানে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago