ম্যানসিটির সঙ্গে সাড়ে ৯ বছরের বিশাল চুক্তি হালান্ডের

erling haaland
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। একের পর এক হোঁচটে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গিয়েছে তারা। তবে এরমধ্যে ভালো সংবাদও পেয়েছে সিটিজেনরা। দলের সেরা তারকা আর্লিং হালান্ডের সঙ্গে সাড়ে নয় বছরের বিশাল এক চুক্তি করেছে ক্লাবটি।

ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের মতে, চুক্তি নবায়নের ফলে আগামী ২০৩৪ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন হালান্ড। আর এই চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে তার পূর্বের সব রিলিজ ক্লজ বাতিল করা হয়েছে। হালান্ডের নতুন চুক্তিটি ক্রীড়া জগতে অন্যতম লাভজনক চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

২৪ বছর বয়সী হালান্ড তার আগের চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন পেতেন। তবে একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়।

পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল হালান্ডের। এই চুক্তি যখন শেষ হবে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের বয়স হবে ৩৪ বছর। তবে বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ছিল তার প্রতি আগ্রহ দেখিয়েছিল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। ক্লাবের এতো সংগ্রামের মাঝেও নিজের ফর্ম ধরে রেখেছেন হালান্ড। প্রিমিয়ার লিগের ২১ ম্যাচে করেছেন ১৬টি গোল। কেবল লিভারপুলের মোহাম্মদ সালাহ এই মৌসুমে প্রিমিয়ার লিগে তার থেকে বেশি (১৮) গোল করেছেন।

২০২২ সালের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ১২৬ ম্যাচে করেছেন ১১১টি গোল। তার আগমনের পরও ক্লাবটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জিততে পারে। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করে হালান্ডকে দলে ভিড়িয়ে ছিল ম্যানচেস্টার সিটি।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

11h ago