জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক-ঐতিহাসিক-আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে আজ সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। সবাই তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন।'

'আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কি না। যদি থেকে থাকে তাহলে তার রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি, যেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে,' বলেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, 'যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় তাহলে তাকে আমরা অবশ্যই সম্মান করি। সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হয় এবং আলোচনা করা হয়।'

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টাকে এসব বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছি, যেন জাতীয় ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়।'

Comments

The Daily Star  | English

Israeli security cabinet approves Gaza ceasefire deal

The agreement, which must now go to the full cabinet for a final green light, would halt fighting and bombardment in Gaza's deadliest-ever war

1h ago