গাজীপুরে আগুনে পুড়ল ৬ ঝুট গোডাউন
গাজীপুর নগরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে ছয়টি ঝুটের গোডাউন।
আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কোনাবাড়ীর পারিজাত এলাকায় এসব ঝুটের গোডাউনে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, 'এ ঘটনায় ছয়টি ঝুট গোডাউনসহ পাশের একটি বাসার সাতটি রুমের আসবাবপত্র পুড়ে গেছে।'
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। তবে আগুন নেভাতে ব্যর্থ হলে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
Comments