কক্সবাজারে খুলনা স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: গ্রেপ্তার আরও ৩
খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে কক্সবাজার থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।'
তবে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার থেকে তিনজনকে একসঙ্গে গ্রেপ্তার করা হয় এবং তাদের কক্সবাজারে আনা হচ্ছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানিয়েছেন, বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ৯ জানুয়ারি সন্ধ্যায় ৫৪ বছর বয়সী গোলাম রব্বানী টিপুকে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে হোটেল সীগালের সামনে ফুটপাথে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার এবং টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভূট্টোকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে, তবে এখনও শুনানির তারিখ নির্ধারণ হয়নি।
হত্যাকাণ্ডের ঘটনায় গোলাম রব্বানীর শ্যালক মোহাম্মদ ইউনুস আলী শেখ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।
Comments