সম্প্রীতির আহবানে জাতীয় কবিতা উৎসব ১ ফেব্রুয়ারি 

জাতীয় কবিতা উৎসব-২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে।

১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান  বলেন, 'স্বাধীনতা-সাম্য সম্প্রীতির জন্য কবিতা' স্লোগানে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব ২০২৫।'

দুদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেওয়া করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসব আয়োজনের জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম-আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।

কবি মোহন রায়হান বলেন, 'জাতীয় কবিতা উৎসব আয়োজন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব দফতর। কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে এই দফতরে। দফতর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। https://tinyurl.com/kobita2025 লিংক থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।'

তিনি বলেন, 'এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ফ্রি করে দেওয়া হয়েছে। নিবন্ধন করা কবিরা একটি করে স্বরচিত কবিতা (আনুমানিক ২০ লাইন) পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দুটি স্বরচিত কবিতার দুটি করে কপি, এনআইডি বা জন্মনিবন্ধনের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। জমা দেওয়া কবিতা দুটি থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করে দেওয়া হবে। পঠিত কবিতাগুলো থেকে একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে।'

তিনি আরও বলেন, ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের বিভিন্ন পর্ব আয়োজিত হবে।

সংবাদ সম্মলনে ছিলেন– লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী,  সোহরাব হাসান,  শাহীন রেজা,  গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, নুরুল ইসলাম মনি, ফেরদৌস সালাম প্রমুখ।

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

6h ago