রাজা চার্লসের দাতব্য প্রতিষ্ঠানে আড়াই লাখ পাউন্ড দেন সালমান-পুত্র সায়ান

সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। ফাইল ছবি: স্টার
সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। ফাইল ছবি: স্টার

টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা বিতর্কের মাঝে এবার আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। জানা গেছে, এই দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন সায়ান।

শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসের (সানডে টাইমস নামেও পরিচিত) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন মতে, টিউলিপের পরিবারকে যারা যুক্তরাজ্যে সম্পত্তি দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের (৭৩) ছেলে সায়ান রহমান (৪২)।

যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে লন্ডনে সায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে।

সানডে টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, সায়ান এফ রহমান একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ১২ লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। ওই বাড়িতে থাকতেন টিউলিপের মা ও শেখ হাসিনার বোন শেখ রেহানা। এ ছাড়া লন্ডনের গ্রসভেনর স্কয়ারে সায়ান রহমানের একাধিক সম্পত্তি রয়েছে যার মোট দাম ৪ কোটি ২০ লাখ পাউন্ড।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ রেহানা লন্ডনে ১৩ লাখ ডলার মূল্যের সায়ানের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে সায়ানের বড় 'অনুদান'

ব্রিটেনের রাজা চার্লস। ফাইল ছবি: রয়টার্স
ব্রিটেনের রাজা চার্লস। ফাইল ছবি: রয়টার্স

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিয়ে ২০০৭ সালে 'ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট' নামের দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। সায়ান রহমান এই ট্রাস্টেই আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

২০১৮ সালে বাংলাদেশে এই ট্রাস্টের কার্যক্রম শুরুতে সহায়তা করেন সায়ান। তিনি এই সংস্থার একটি উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান।

সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। বলেছিলেন, 'আমি শুধু এটুকুই বলতে পারি যে সায়ান রহমান যে সহায়তা দিচ্ছেন, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।'

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন, 'সায়ান এফ রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এ বিষয়ে কী অগ্রগতি হচ্ছে, তার ওপর আমরা নজর রাখছি।'

সায়ান এফ রহমানের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেছেন, 'সায়ান রহমানের জন্ম ব্রিটেনে। তিনি ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী। তার বা তার স্ত্রী কারও বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি। শুধু তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে, তা–ও করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য আরও তিনশর বেশি ব্যক্তির সঙ্গে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।'

সায়ান রহমান প্রসঙ্গে যা বলেছেন ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ রহমান সহ নানা বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।

সেখানে সায়ান এফ রহমানের প্রসঙ্গে কৌতুক করে ড. ইউনূস বলেন, 'তিনি নাকি একজন উদার মানুষ। কেমন উদার তিনি? আমরা এখন সায়ানের নাম উল্লেখ করছি, কিন্তু এখনো নাম প্রকাশ না পাওয়া অনেক সায়ান ককটেল পার্টিতে যাচ্ছেন। যখন আপনার কাছে অনুপার্জিত অর্থ থাকে, তখন আপনার যা খুশি তাই করতে পারেন। কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে চান? টাকা উড়ান। এটাই ওদের সাফল্যের টিকিট। (অর্থ থাকলে) যার কাছে যেতে চান, তার পাশে বসে পড়লেই হয়।'

সম্পদ উদ্ধারে এনসিএর আগ্রহ প্রকাশ

টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি: সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য থেকে নির্দিষ্ট কিছু সম্পদ উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে দেশটির তদন্ত সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সিও (এনসিএ)। বাংলাদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গত অক্টোবরে ঢাকা সফর করেছেন এনসিএর কর্মকর্তারা।

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যসহ সংশ্লিষ্ট সব দেশের আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। তবে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান রহমান কোথায় আছেন, তা স্পষ্ট নয়।

বাংলাদেশে সালমানের পাশাপাশি সায়ান এফ রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

Comments

The Daily Star  | English

Tulip resigns as UK minister

Tulip Siddiq, British treasury minister, resigned yesterday after repeated questions about her financial links to the ousted Bangladeshi government run by her aunt Sheikh Hasina.

4h ago