আরেক মামলা গ্রেপ্তার দেখানো হলো কামাল মজুমদারকে
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে আদালতে হাজির করে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মিরপুর মডেল থানায় দায়ের করা অপর এক মামলায় কামাল মজুমদারকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল।
এছাড়া তিনি তাৎক্ষণিক মামলার এজাহারভুক্ত আসামি। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী মো. ইউসুফ গত বছরের ১৯ জুলাই কাফরুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর কামাল মজুমদারসহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন তিনি।
শুনানি শেষে বিষয়টি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন বিচারক।
Comments