সিনেমা মুক্তির পর অনেকেই বাসায় ফুলের তোড়া পাঠিয়েছেন: রিয়েলি
দীর্ঘ তিন বছর নিষিদ্ধ থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত 'মেকআপ' সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে 'ইউ গ্রেড' দিয়েছে। সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।
এই সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছে নিপা আহমেদ রিয়েলি। তার বিপরীতে আছেন রোশান। আরও আছেন তারিক আনাম খান। সিনেমা মুক্তির একদিন পর রিয়েলি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
বড় পর্দায় নায়িকা হিসেবে প্রথম অভিষেক হলো। সিনেমা মুক্তির পর কোন কথাগুলো বেশি শুনছেন?
রিয়েলি: সিনেমা দেখার পর দর্শকরা বেশি বলেছেন, প্রথম সিনেমায় অভিনয় এটা মনেই হচ্ছে না। অভিনেতা তারিক আনাম খান স্যার আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সাংবাদিক, মিডিয়ার সামনেও আমার অভিনয় নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে থাকবে। বেশ কয়েকজন পরিচালক ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। নাম না জানা অনেকেই আমার বাসায় ফুলের তোড়া পাঠিয়েছেন, যা আমাকে মুগ্ধ করেছে।
সিনেমাটা দীর্ঘদিন নিষিদ্ধ হয়ে ছিল। নিশ্চয়ই মন খারাপ হতো?
রিয়েলি: অবশ্যই অনেক মন খারাপ লাগত সিনেমাটি এতদিন আটকে ছিল সেই কারণে। কিন্তু আমরা যারা অভিনয় করেছি এই সিনেমায় তারা জানি, সিনেমার গল্পে এমন কিছু নেই যে কারণে এতোদিন আটকে ছিল। যারা এখন দেখছেন সিনেমাটি, বুঝতে পারছেন আসল ঘটনা। আটকে থাকার মতো কিছুই ছিল না সিনেমার গল্পে।
মুক্তির পর আর কী ঘটনা ঘটেছে 'মেকআপ' সিনেমা নিয়ে?
রিয়েলি: সিনেমাটি মুক্তির দিন আমার পরিচিত কিছু মানুষ দেখেছেন। তারা ভেবেছিলেন, এই সিনেমায় এমন কিছু দৃশ্য আছে যে কারণে এটা নিষিদ্ধ করা হয়েছে। সিনেমা শেষ হয়ে গেল, কিন্তু নিষিদ্ধ দৃশ্যের কিছুই পেলেন না তারা। পরে সিনেমা দেখা শেষে বললেন, কেন এটা এতদিন আটকে ছিল সেটা বুঝেননি। তবে সিনেমার গল্প, আমার অভিনীত চরিত্রের প্রশংসা করেছেন সবাই।
আপনাকে কেন 'মেকআপ' সিনেমায় নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল?
রিয়েলি: এই সিনেমার গল্পে পরিচালক চেয়েছিলেন একটা নতুন মুখ। সেখান থেকেই তিনি অনেকের মধ্য থেকে আমাকে বাছাই করেন। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে। সব মিলিয়ে সিনেমাটা করা হয়েছে।
সিনেমাটি তো একজন সুপারস্টার ও সিনেমা পাড়ার গল্প নিয়ে?
রিয়েলি: একটা রোমান্টিক গল্পের সিনেমা এটি। একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয় এবং মাঝপথের বিভিন্ন ঘটনা নিয়ে এগিয়েছে। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে, এগুলো মনে হয় এখান থেকেই শিখেছি। সিনেমা পাড়ার অনেক কিছুর সঙ্গে মিল হয়তো আছে। সিনেমায় আমার দুই সহশিল্পী তারিক আনাম খান ও জিয়াউল রোশান নিজ নিজ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।
Comments