‘মেকআপ’ সিনেমা প্রদর্শনের অযোগ্য বলছে আপিল বোর্ড
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা 'শনিবার বিকেল' ছাড়া আরও দুটি ছবির বিষয়ে আপিল বোর্ডের শুনানি হয় আজ শনিবার।
সিনেমা দুটি হচ্ছে অনন্য মামুন পরিচালিত 'মেকআপ' ও আহসান সারোয়ার পরিচালিত 'রং ঢং'।
এরমধ্যে 'শনিবার বিকেল' ও 'রং ঢং' মুক্তির অনুমতি পেলেও 'মেকআপ' মুক্তির অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বোর্ড।
সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মেকআপ সিনেমাটি আপিল বোর্ড প্রদর্শনোর অযোগ্য বলে রায় দিয়েছে। খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।'
জানতে চাইলে সিনেমাটির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সেন্সর বোর্ডের আপিল বিভাগে শুনাতিতে আমাদের ডাকা হয়েছিল। আমরা আমাদের বক্তব্য বলে এসেছি। তবে সিদ্ধান্ত কি হয়েছে জানিনা।'
'মেকআপ' সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলিসহ আরও অনেকে।
Comments